পলাশবাড়ীতে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpYXawSciZzdegS2LaWbyfWVat8FXZMXWCIY6dK1NfMzTWypiz6m4JxgOuve0jLOMmqbh8jForKTF0IGYj1bLRVkhu6R_IXeZejBW50WAWU0ZyJ3qzVN7_qSV7ZA_Gsn8nObdzeDxQPqQ/s320/FB_IMG_1540982533518.jpg)
হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা উপজেলা সভাকক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী'লীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন,থানা অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সী, উপজেলা আওয়ামী'লীগ সভাপতি আবু বক্কর প্রধান,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান,গাইবান্ধা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা,বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীদিনেও উপজেলার সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা এবং উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে সোলার প্যানেল স্টিক লাইট স্থাপন ছাড়াও গোটা উপজেলা শহরটি সিসি ক্যামেরার আওতায় আনার উপর গুত্বারোপ করেন।
No comments