নির্বাচনি এলাকায় শো-ডাউন চলমান সময়ের ন্যায় দেশে সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা তথা শেখ হাসিনার কোন বিকল্প নেই ---- ডা.ইউনুস আলী সরকার এমপি
হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)নির্বা চনি এলাকার বর্তমান জাতীয় সংসদ সদস্য আবারো মনোনয়ন প্রত্যাশি ডা.মো.ইউনুস আলী সরকার।নৌকায় ভোট চেয়ে মোটরসাইকেল-অটো চার্জারের বিশাল শো-ডাউন প্রদক্ষিন করে।এর আগে দুপুরে এমপি রংপুর থেকে নিজ নির্বাচনি এলাকার উদ্দেশ্যে রওনা দেন।প্রথমেই তিনি সাদুল্লাপুরের ধাপেরহাট বন্দরে অবস্থিত হযরত নায়েবউল্লাহ্ পীর সাহেবের মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি শো-ডাউনেরর পদযাত্রা শুরু করেন।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচারের মাধ্যমে দিনভর এমন প্রচার-প্রচারনায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করা হয়।
এমপি ইউনুস নির্বাচনি প্রচারনাকালে অসংখ্য পথসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন তাঁর সময়কাল ব্যতিত তৎসময় জাতীয়পার্টির ড.টিআইএম ফজলে রাব্বির শাসনামলে কোন উন্নয়ন হয়নি।যতটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি হয়েছে দুর্নীতি।
আর স্বাধীনতা পরবর্তি অতীতের যে কোন সময়ের তুলনায় শেখ হাসিনার শাসনামলে দেশের সর্বত্র সার্বিক উন্নয়নের জোয়ার একটি মাইল ফলক। দেশ বিদেশে একটি রোলমডেল হিসেবে স্বীকৃত।এমন উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকা তথা শেখ হাসিনার কোন বিকল্প নেই।
আর স্বাধীনতা পরবর্তি অতীতের যে কোন সময়ের তুলনায় শেখ হাসিনার শাসনামলে দেশের সর্বত্র সার্বিক উন্নয়নের জোয়ার একটি মাইল ফলক। দেশ বিদেশে একটি রোলমডেল হিসেবে স্বীকৃত।এমন উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকা তথা শেখ হাসিনার কোন বিকল্প নেই।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী'লীগ সভাপতি ডা.মো.ইউনুস আলী সরকার এমপি তাঁর সমর্থিত দলীয় নেতাকর্মি-সমর্থক বাহিনীর বিশাল বহর নিয়ে৪ নভেম্বর রোববার দিনভর নির্বাচনি এলাকায় শো-ডাউন করেন।নির্বাচনি এলাকার উভয় উপজেলা
আওয়ামী'লীগ,সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শো-ডাউনে অংশ নেন।
আওয়ামী'লীগ,সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শো-ডাউনে অংশ নেন।
এসময় তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে সমেবেত ভোটার নারী-পুরুষেরর সাথে কুশল বিনিময় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন।শো-ডাউনের বহরটি নির্বাচনি এলাকার উভয় উপজেলা এলাকার সড়ক-মহাসড়ক ছাড়াও তৃনমূল পর্যায় মাইলের পর মাইল প্রদক্ষিন করে।শেষে তিনি পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী'লীগের নানা স্তরের নেতৃবৃন্দের সাথে একাদশ নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত বিষয় নিয়ে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
Borgata Hotel Casino Queen | Japan
ReplyDeleteWith 2,000 クイーンカジノ spacious rooms in the main tower, the Borgata Hotel Casino Queen offers bet365 a luxurious experience for guests. A luxurious, contemporary happyluke retreat,