সবার চোখে সরিষাবাড়ীর ইউএনও মানবতার ফেরিওয়ালা৷
মোঃ আশরাফুল ইসলাম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
অনলাইনে গত সোমবার ‘পা দিয়ে লিখে পরীক্ষা দেয় অদম্য সিয়াম’ শিরোনামে প্রকাশিত সংবাদ পড়ে তার প্রতি সহমর্মিতা এবং সহায়তার হাত বাড়ালেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
দুই হাতবিহীন প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়াম আহাম্মেদ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে। হতদরিদ্র পরিবারের সন্তান সে।
ইউএনও মো. সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে সিয়ামের খোঁজ নিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। পরীক্ষা চলাকালে তিনি সিয়ামের পা দিয়ে পরীক্ষার উত্তরপত্রে লিখতে দেখে অবাক হন। পরে তিনি পরীক্ষা শেষে সিয়াম ও তার মা জোসনা বেগমের সাথে কথা বলে সিয়ামের পড়ালেখা চালিয়ে যেতে যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি তার মাকে সিয়ামকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করার কথাও বলে এসেছেন।
ইউনও’র সহায়তার আশ্বাসে সিয়ামের মা জোসনা বেগমও খুব খুশি হয়েছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, আমার ছেলেটার এইবার একটা গতি হইলো। আমার ছেলেটার মনের আশা পূরণ হবো। স্যারের কাছে আমি চিরঋণী থাকবো।
ইউএনও মো. সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি সিয়াম পা দিয়ে প্রশ্নের উত্তর লিখছে। তার লেখাও খুব চমৎকার। তার দুটি হাত নেই। তার মা বললো লেখাপড়া করানোর সামর্থ নেই তাদের। তাই আমি যতদিন আছি সরিষাবাড়ীতে ততদিন সিয়ামের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা তার মাকে বলেছি। যদিও সিয়াম প্রতিবন্ধী ভাতা পায় তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারকে সব ধরনের সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া হবে। যাতে সিয়ামের পড়ালেখা করতে কোনো সমস্যা না হয়। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আমার কার্যালয়ে আসতে বলেছি। আমার কাছে যতটুকু মনে হলো শিশুটি খুবই মেধাবী। সহায়তা পেলে হয়তো সে পড়ালেখায় আরো ভালো করবে।
সূত্রঃ কালের কন্ঠ
No comments