Header Ads

Header ADS

আ’লীগের ৩৭ জন প্রার্থী জামালপুরের ৫টি আসনে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন নিয়ে জামালপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
জামালপুরের ৫টি আসনের ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা এখন ঢাকায়। প্রার্থীর পক্ষে দলবেঁধে শোডাউন করে আওয়ামী লীগের ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করতে যাচ্ছেন। কার চেয়ে কে বেশী লোক নিয়ে মনোনয়ন কিনতে যাবেন এই নিয়ে চলছে প্রতিযোগিতা। সেই সাথে তাল মিলিয়ে চলছে দেনদরবার।
ইতোমধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে দলীয় মনোয়নপত্র কিনেছেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই উপজেলা সভাপতি ইশতিয়াক হোসেন দিদারজেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, আওয়ামী লীগ নেতা এম জামানডাঃ মনিরুজ্জামান ও ডাঃ মোকছেদুর রহমানবকসীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম।
জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবীসাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়াসাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ হ্যাপীজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসানউপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালউপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফজলুল হকজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনআমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদ তারা ও আনিছুর রহমান এলিন ও মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমত আলী।
জামালপুর-৫(সদর) আসনে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপিজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহসাধারণ সম্পাদক ফারুক আহমেদসাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনুপ্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ আনোয়ারইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীআওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মোজাফফর হোসেন,শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান ও জাপান আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকারী ৩৭ জনের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রার্থীরা যার যার কানেকশনে মনোনয়ন পেতে দলের মনোনয়ন বোর্ডের নীতি নির্ধারকদের কাছে করছেন জোর লবিং। টিকিট পেতে শেষ মুহুর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কে কে পাবেন নৌকার টিকিট অপেক্ষায় জেলার ৫টি আসনের নেতাকর্মীরা।
সূত্রঃ পরবির্তর

No comments

Powered by Blogger.