মরণব্যাধি HIV তে ভুগছে সরিষাবাড়ী উপ-স্বাস্থ্যকেন্দ্র৷
মোঃ আশরাফুল ইসলাম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা উপ-স্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের পুরানো ভবনটি সংস্কার না করায় রং, চুন কাম, উঠে গিয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়ালের পলেস্তরা খসে পড়ছে, সীমানা প্রাচীর না থাকায়যত্রতত্র ময়লা ফেলে স্বাস্থ্য কেন্দ্রটির অস্বাস্থ্যকর কেন্দ্রে পরিণত হয়েছে। রং-চুন ও সংস্কারের অভাবে উপ স্বাস্থ্য কেন্দ্রটি এখন স্বাস্থ্যহীনতায় ভুগছে। জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের “ পিংনা উপ স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান দোতালা ভবনটি
স্থাপিত হয় ১৯৯৪-৯৫ সাল্।ে ৬০শতাংশ জমির ওপর উপস্বাস্থ্য কেন্দ্রটির মোট জনবল ৩ জন। একজন ডাক্তারের পদ আছে কিন্ত দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। উপস্বাস্থ্য
কেন্দ্রের কর্মচারী শাহ আব্দুল মান্নান জানান, দোতালায় বাসা-কাম কুষ্ঠ ক্লিনিক রয়েছে। দক্ষিণ সরিষাবাড়ীর নিবিড় পল্লীর এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ১০/১২টি গ্রামের প্রায় ২০/২৫ হাজার মানুষের স¦াস্থ্য সেবা পেয়ে থাকে। কাজেই স্বাস্থ্য কেন্দ্রটি অত্যান্ত গুরুত্ব বহন করে। স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে সীমানা প্রাচীর না থাকায় পার্শ্বের বাজারে খড়
বেচাকেনার বাজার বসে, যত্রতত্র ময়লা আবর্জনায় নোংরা হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। পার্শে¦র রাস্তার ভ্যান, রিক্সা, ট্রাকÑলড়ি স্বাস্থ্য কেন্দ্রের সন্মুখে রেখে রোগীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে থাকে। বাজারের বাজারীগণ প্রকৃতির ডাকে সাড়া
No comments