একি করলেন হিরো আলম ........৷
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
গত কয়েকমাস ধরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা বলে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ‘হিরো আলম’। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। সেই ভোটের দিনটি সামনে রেখে চলছে বিভিন্ন দলের মনোনয়নপত্র বিতরণ। প্রস্তুত হিরো আলমও। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান তিনি। বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
তবে কোন দলের হয়ে নির্বাচন করবেন এখনই নিশ্চিত করে কিছুই জানাননি। সোমবার দুপুরে হিরো আলম বলেন, ‘ভাবছি আজই মনোনয়নপত্র সংগ্রহ করবো। জাতীয় পার্টিসহ দুটি দলের সঙ্গে আমার কথা হয়েছে। তবে কোন দল থেকে মনোনয়ন নেব ভাবছি। মনোনয়নপত্র সংগ্রহ করার পরই জানাবো বিষয়টি।
এদিকে যে আসন থেকে হিরো আলম নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনসহ (বগুড়া-৬, বগুড়া-৭ এবং ফেনী-১) তিনটি আসন থেকে ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অতএব বেগম জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তবে তাকে ভোটের মাঠে লড়াই করতে হবে হিরো আলমের বিরুদ্ধে।
নির্বাচনের বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।
সূত্রঃ জুম বাংলা নিউজ
Wynn casino opens in Las Vegas - FilmfileEurope
ReplyDeleteWynn's first 바카라 총판 hotel casino 파워 볼 사이트 in Las Vegas since opening its air jordan 18 retro racer blue store doors in 1996, Wynn Las Vegas is the first hotel on the Strip to offer such a authentic jordan 18 white royal blue large 장원 주소 selection of