Header Ads

Header ADS

উদীয়মান বন্ধু সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত৷

আশরাফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে উদীয়মান বন্ধু সংগঠনের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উদীয়মান বন্ধু সংগঠনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য শহিদুর রহমান মাষ্টার, জামালপুর জেলা পরিষদ এর সদস্য মোঃ ওয়ারেছ আলী,৩নং চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,২নং বেলগাছা ইউপি চেয়ারম্যানআব্দুল মালেক,বাংলাদেশ আওয়ামীলীগ ৩ নং চিনাডুলী ইউনিয়ন পরিষদের সভাপতি মাফিকুল ইসলাম মাফি, বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং চিনাডুলী ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল আলম,গুঠাইল হাই স্কুল এন্ড কলেজের সদস্য হারুণ অর রশিদসহ স্থানীয়রা। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।


প্রধান অতিথির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডই পারে আমাদের তরুণ যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে।তাই এই উপজেলায় তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সব সময় পাশে থাকবো।


ফাইনাল খেলায় খামারিয়া পাড়া একাদশ বনাম বঙ্গবন্ধু ফুটবল একাদশ দল অংশ নেয়। খেলায় বঙ্গবন্ধু ফুটবল একাদশকে ১-২ গোলে হারিয়ে চ্যাপিয়ন হয় খামারিয়া পাড়া একাদশ দল। শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২” কালার টিভি ও রানার আপ দলকে ২৪” কালার টিভি পুরস্কার দেয়া হয়।

সূত্রঃ মেহেদী হাসান

No comments

Powered by Blogger.